29 October 2025 , 7:23:58 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে সুশীলদের মতবিনিময় সভায় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সাবেক সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা আসাদুজ্জামান আলী খানকে চাঁদাবাজ বানানোসহ বিভিন্ন ধরণের কুটুক্তি করে মনগড়া বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতসোমবার (২৭ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করেন এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আইনজীবি আবুল হাসিম বাদশা। লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় এক বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জুলাই বিপ্লবের অন্যতম পুরোধা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সাবেক সদস্য সচিব ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা আসাদুজ্জামান আলী খানকে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজীর অভিযোগসহ বিভিন্ন ধরণের কুটুক্তি করেন। যা সম্পূর্ণ মনগড়া, অজানা মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য। আসাদুজ্জামান আলী খানের জন্য মানহানীকর এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জন্য অসম্মানজনক। সুতারাং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে মিথ্যা অপপ্রচার, মনগড়া, শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের জন্য তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এধরনের মিথ্যা প্রোপাকান্ডা থেকে বিএনপি নেতাকে বিরত থাকার জন্য ও দেওয়া বক্তব্য প্রত্যহারের দাবি জানান তারা। তবে এনসিপির অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। তিনি ফোনে বলেন, ‘আমি কারো নাম নিয়ে বক্তব্য দিইনি। বলেছি, ৫ আগষ্টের পর সমন্বয়ক পরিচয়ে অনেকেই চাঁদাবাজী, মামলা বাণিজ্যসহ নানান অপকর্ম করেছে। আমরা বার বার প্রশাসনকে জানিয়েও ফল হয়নি। এসবের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলনও করেছিলাম। এনসিপির নেতারা বিষয়টি ভুলভাবে নিচ্ছেন।









