রাজনীতি

কুষ্টিয়ার কুমারখালীতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহমুদ শরীফ :
কুষ্টিয়ার কুমারখালীতে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সন্ধায় আলাউদ্দিন নগরের সততা রেষ্টুরেন্টে জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। জিয়া মঞ্চের জেলা সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সদস্য আবু বক্কার।
সদকী ইউনিয়নের আহবায়ক বাবুল হোসেন পিয়ারের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জিয়া মঞ্চের জেলার যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের কুমারখালী উপজেলা শাখার আহবায় আব্দুল্লাহ আল মামুন মিলন, কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব কে এম মনসুর আলম সাগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে একসাথে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে কেক কেটে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন মো. রুস্তম আলী।

আরও খবর

Sponsered content