রাজনীতি

কুমারখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুমারখালী  সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি ওপর গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে কুষ্টিয়া কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠের ব্যানারে শনিবার রাতে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর থেকে কর্মসূচী শুরু করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি স্টেশনবাজার, থানামোড়, গণমোড়, হলবাজার সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমারখালী বাস স্ট্যান্ড গোলচত্বরে এসে শেষ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভেকেট শাতিল মাহমুদ ও খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন। সমাবেশে বক্তারা ওসমান হাদীর ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের হামলার ঘটনা দেশের জন্য অশনিসংকেত। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখতে এই সন্ত্রাসী চক্রকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং জাতির সামনে তাদের উন্মোচন করতে হবে।

আরও খবর

Sponsered content