26 March 2025 , 9:03:49 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার খোকসা উপজেলার আলোচিত ভেজাল গুড়ের কারখানায় আবারও যৌথ বাহিনীর অভিযান চলেছে। এই অভিযানে চারজন মহিলা শ্রমিক ও দিলীপ ট্রেডার্সের মালিক ষষ্ঠীর ছোট ভাই উজ্জ্বল বিশ্বাস (৪৫) কে আটক করেছে যৌথবাহিনী। সূত্র জানাযায়, খোকসা ডাকবাংলো সড়ক দিলীপ বিশ্বাস ষষ্ঠীর দো-জালিতে গতকাল (২৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে এই অভিযান পরিচালনা যৌথ বাহিনী। গত দু’সপ্তাহ আগে ভেজাল গুড় উৎপাদনের দায়ে এই প্রতিষ্ঠানে জরিমানা করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। তিনি ওদিনের পর থেকে তার প্রতিষ্ঠানে এ সকল কর্মকান্ড নিষেধাজ্ঞা করে আসেন। কিন্তু প্রশাসনিক নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দেদারসে অবৈধ গুড় তৈরীর ব্যবসা চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটির মালিক দিলীপ বিশ্বাস ষষ্ঠী। গতকাল যৌথ বাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর প্রধান ও খোকসা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, প্রায় এক ঘন্টা ধরে সকল বিষয়ে তথ্য সংগ্রহ করেন ও গুড়ের গুণগত মান যাচাইয়ের জন্য পাঁচ টিন জব্দ করেন এবং চার মহিলা শ্রমিক ও প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই উজ্জ্বল বিশ্বাসকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। এবং এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যৌথ বাহিনীর প্রধান বলেন, আমরা এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিং করব।