রাজনীতি

কুষ্টিয়া ৪ আসনে হাজারো নেতাকর্মী নিয়ে নিয়ে কৃষক দল নেতা মঈনউদ্দিনের শোডাউন

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া ৪ আসনের কুমারখালী ও খোকসাতে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোঃ মঈনউদ্দিন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন শেষে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কে শোডাউন শেষে কুমারখালীর কয়া রায়ডাঙা কবরস্থানে কবর জিয়ারত করেন তিনি।

এরআগে, শুক্রবার সকাল থেকে খোকসা বাসস্টান্ড এলাকায় ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে হাজারো নেতাকর্মী জড়ো হতে থাকেন। এরপর বিকেল ৩টার দিকে খোকসা বিলজানি বাজার এলাকায় পৌছালে কৃষক দল নেতা মঈনউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা। এরপর তারা হাজারো হাইস, প্রাইভেটকার, পিকআপ, মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করেন। শোডাউনটি খোকসা ও কুমারখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কয়া রায়ডাঙা কবরস্থানের মিলিত হন। সেখানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তারা।

এসময় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোঃ মঈনউদ্দিন সাংবাদিকদের বলেন, শহীদ আবরার ফাহাদ দেশের জন্য কাজ করে গেছেন। আমি আবরারের আদর্শ ও চরিত্র বুকে ধারণ করে কুমারখালী ও খোকসার উন্নয়নে কাজ করতে চাই। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছি। রাজনৈতিক সরকার ছাড়া দেশ শান্ত হবেনা। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবেনা।

আরও খবর

Sponsered content