অপরাধ বার্তা

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, পিস্তল উদ্ধার

কুষ্টিয়ার মধুপুরে মঙ্গলবার রাতে টুটুল (৪৫) নামের এক প্রবাস ফেরত যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত আটটার দিকে বাজার সংলগ্ন একটি চায়ের দোকানের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত টুটুল মধুপুর ইটভাটা কেনেলপাড়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা তোরাপ উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুরগির খামারি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, টুটুল যখন বাজারে চা খাচ্ছিলেন, তখন অজ্ঞাতনামা একদল সশস্ত্র যুবক তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টুটুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি মধুপুরে নিজ বাসার ছাদে একটি ছোট আকারের মুরগির খামার করেন এবং শান্তিপূর্ণ জীবন যাপন করছিলেন।

টুটুলের পরিবারের দাবি, তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকার কিছু গোষ্ঠীগত বিরোধ নিয়ে তিনি মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করতেন। তাদের ধারণা, এসব বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামতসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আরও খবর

Sponsered content