5 February 2025 , 6:50:36 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। বিক্ষুব্ধ জনতার দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঝাউদিয়া থানার অনুমোদন দিলেও কিছু মহলের গড়িমসির কারণে থানার কার্যক্রম শুরু হচ্ছে না।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খুলনা বিভাগের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে হাজারো মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মহাসড়ক অবরোধ করে থানার বাস্তবায়নের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে ওঠে। থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, “আগামী সাত দিনের মধ্যে ঝাউদিয়া থানা উদ্বোধন করে কার্যক্রম শুরু না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।” তিনি আরও বলেন, “ঝাউদিয়া থানার কার্যক্রম কাগজে-কলমে শুরু হয়েছে। পুলিশ সদস্যরা এর অধীনে বেতন-ভাতা উত্তোলন করছেন, কিন্তু কার্যক্রম পুরোপুরি শুরু করা হচ্ছে না।” এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ঝাউদিয়াতে থানা স্থাপনের জন্য চিঠি এসেছে, তবে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় আরেকটি থানার প্রস্তাবও রয়েছে। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” দীর্ঘ সময় অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। তবে স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন আবার শুরু হবে। ঝাউদিয়া একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে থানা বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।