খেলাধুলা

আবারও স্বপ্ন দেখিয়ে ফিরলেন মিরাজ সেঞ্চুরির পথে লিটন

২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে তখন চোখ রাঙাচ্ছে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কা। কঠিন পরিস্থিতিতে উইকেটে এসে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। পরের গল্পটা কেবলই দুজনের। এই দুজনের ব্যাটে ভর করেই শুরুর বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। দু’জনেই যখন হাঁটছিলেন সেঞ্চুরির পথে। তখনই ফের হোঁচট খেল বাংলাদেশ।

মিরাজকে ৭৮ রানে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নিলেন খুররম শেহজাদ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ১৯১ রানে এসে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। খানিক পর উইকেটে নেমেই সাজঘরের পথ ধরতে হয় তাসকিনকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৯৩ রান। সেঞ্চুরির পথে আছেন লিটন। তার রান ৮৩।

নতুন ব্যাটারকে নিয়ে চা বিরতির পর মাঠে নামবেন তিনি। তবে শঙ্কা থাকছেই লিটনের সেঞ্চুরি পাওয়া নিয়ে। এর আগে, ১০ রানে দিন শুরু বাংলাদেশ মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরের পথ ধরতে হয়েছে ওপেনার জাকির হাসানকে। খুররাম শাহাজাদের বলে মাত্র ১ রানে সাজঘরের পথ ধরতে হয় জাকিরকে। খানিক পর ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। তিনি করেন ১০ রান।

টিকতে পারেননি অধিনায়ক শান্তও। ৪ রানে খুররমের তৃতীয় শিকার হন তিনি। থিতু হতে পারেননি মুমিনুল হকও। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।সেই বিপর্যয় সামাল দিতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দু’জনেই ফিরেছেন দ্রুতই। তাতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপদ দায়িত্ব নিয়ে কাটান লিটন-মিরাজ জুটি।