খেলাধুলা

আজ মিরাজের স্পিনে বাংলাদেশের লড়াই

মধ্যাহ্ন বিরতির পর পরই বাংলাদেশকে জোড়া সফলতা এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের পর ওপেনার সাইম আয়ুবকেও ফেরালেন এই অফ স্পিনার। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে মিরাজের মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি ভুল লাইনে খেলেন মাসুদ।

বল তার প্যাডে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি পাকিস্তান অধিনায়কের। ভাঙে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি।  খানিক পর মিরাজের ঝুলিয়ে দেওয়া বলের লাইন মিস করে স্টাম্পিং হয়ে ফেরেন আয়ুব।

মাসুদের (৬৯ বলে ৫৭) মতো তিনিও করেছেন ফিফটি (১১০ বলে ৫৮)। পরপর দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়া মিরাজের প্রশংসা চলছিল ধারাভাষ্য কক্ষে। ঠিক তখনই ফিল্ডিংয়ে হতাশ করলেন তিনি। স্লিপে ছেড়ে দিলেন সাউদ শাকিলের সহজ ক্যাচ।

দিনের প্রথম ওভারে প্রথম উইকেটটি এনে দেন দলে ফেরা তাসকিন আহমেদ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তান তোলে ১ উইকেটে ৯৯ রান। পানি পানের বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেট ১৪০ রান। শাকিল ৬* ও বাবর আজম ১৬* রানে ব্যাট করছেন।