খেলাধুলা

প্রোটিয়া বোলিং তোপে শুরুতেই চাপে ভারত

প্রোটিয়া বোলিং তোপে শুরুতেই চাপে ভারত

সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়েছে ভারত। ২৪ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৩ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান।

বিরাট কোহলি ১৭ আর শ্রেয়াস আয়ার ১২ রানে অপরাজিত আছেন।দলীয় ১৩ রানের মাথায় কাগিসো রাবাদাকে পুল করতে গিয়ে লং লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন রোহিত (৫)।

আত্মবিশ্বাসী শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি জশস্বী জ্যাসওয়েল।টেস্টে অভিষিক্ত নান্দ্রে বার্জারের প্রথম শিকার হয়ে তিনি ফেরেন ১৭ করে। বুক সমান উচ্চতার ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক ভেরেন।

নিজের পরের ওভারে আরও এক উইকেট বার্জারের।লেগ সাইডে বেরিয়ে যাওয়া বল শুভমান গিলের (২) গ্লাভস স্পর্শ করে উইকেটরক্ষককের হাতে গেলেও প্রথম দেখায় বুঝতে না পেরে আম্পায়ার নটআউট দিয়েছিলেন। রিভিউ নিয়ে জিতে যায় প্রোটিয়ারা।

আরও খবর

Sponsered content