24 August 2024 , 3:23:12 প্রিন্ট সংস্করণ
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) থেকে বৃষ্টি প্রবণতা কমেছে। বন্যা কবলিত অঞ্চলেও কমেছে বৃষ্টি। আগামী কয়েকদিনও বৃষ্টি কম থাকবে। তাতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর আগামী ১০ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও ভয়াবহহারে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা নেই।
শনিবার (২৪ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান এ তথ্য জানান। এই আবহাওয়াবিদ জানান, দেশের পূর্বাঞ্চল ও উত্তর- পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস ছিল।
১৬ আগস্টে উপকূল অঞ্চল ও পূর্বাঞ্চলে ৭২ ঘণ্টার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেয়া হয়। এর মধ্যে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট লঘুচাপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়, মৌসুমী বায়ুর প্রভাবেও বৃষ্টি হয়।
এস এম কামরুল হাসান বলেন, ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত সীতাকুণ্ডে ৭৫৬, কুমিল্লায় ৫৫৭, ফেনী ৭৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি কমায় ও পাহাড়ি ঢল কম থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
কিছু কিছু গণমাধ্যমে আবহাওয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জানান, ১৬ তারিখ থেকেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেয়া হয়েছিল। ভারী বৃষ্টিপাত ও পানির চাপে বাঁধ ভেঙে যাওয়ায় এই প্রবল বন্যা।