আন্তর্জাতিক

৭০০ বার ভূমিকম্প একদিনে

৭০০ বার ভূমিকম্প একদিনে

আইসল্যান্ডে মাত্র একদিনে অনুভূত হলো ৭০০ ভূমিকম্প। তবে কোনোটিই ভয়ানক না হওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, রোববার আইসল্যান্ডে এসব ভূমিকম্প অনুভূত হয়।

এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে গ্রিন্ডাভিক শহরের কাছে, রিখটার স্কেলে মাত্রা ২.৭।আইসল্যান্ডের আবহাওয়া অফিস এ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে।

সোমবার জারি করা সতর্কতায় বলা হয়, জীবন্ত আগ্নেয়গিরি যেসব এলাকায় রয়েছে, সেখানে লাভার উদ্‌গিরণ হতে পারে। এ নিয়ে সতর্ক থাকতে হবে।

গত বছরের অক্টোবরেই আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের কাছে একের পর এক ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই ওই এলাকায় বসবাসে ঝুঁকি বেড়ে যায়। এমনকি প্রায়ই লাভার উদ্‌গিরণ দেখা যায়।

আবহাওয়া অফিসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ৭০০ ভূমিকম্পের মধ্যে ৩০০টি নিয়ে শঙ্কা রয়েছে। এসব কম্পন উদ্বেগজনক মাত্রায় ছিল। গত মাসেই গ্রিন্ডাভিক শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।