সারা দেশ

ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের অতঃপর যা ঘটল

পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজের রেলিং থেকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টাকালে যুবককে আটকিয়েছে কলকাতা পুলিশ।শনিবার কলকাতা পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিতে যাওয়া যুবক মানসিক ভারসাম্যহীন। কেন তিনি রেলিং টপকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, হাওড়া ব্রিজ থেকে যাতে কেউ নদীতে ঝাঁপ দিতে না পারেন, সে জন্য লোহার রেলিংয়ের উপর কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু হঠাৎ করে দেখা যায়, ব্রিজের ৬ নম্বর স্তম্ভের কাছে এক যুবক আচমকাই কাঁটাতার পেরিয়ে রেলিং ধরে ঝুলতে থাকেন।

এ সময় এক পুলিশকর্মীরা ছুটে এসে ওই যুবককে রেলিংয়ের অন্য দিক থেকে ধরলে হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকেন।পুলিশ ওই যুবককে রেলিং থেকে তোলার চেষ্টা করে। কিন্তু তাকে রেলিংয়ের অন্য প্রান্তে আনা যায়নি।

ততক্ষণে চলে এসে দমকল বাহিনী। বাধ্য হয়ে শক্ত দড়ি দিয়ে তাকে রেলিংয়ের সঙ্গেই বেঁধে ফেলেন দমকলকর্মীরা। এর পর বেশ দীর্ঘ সময় চেষ্টার পর যুবককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।