28 May 2024 , 11:52:28 প্রিন্ট সংস্করণ
রাফা সীমান্তে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিশরীয় সেনা নিহত হয়েছেন।
তবে ইসরাইলি বাহিনীর মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।আইডিএফ দাবি করেছে, এক মিশরীয় সেনা প্রথমে ইসরাইলি সেনাদের ওপর গুলি চালায়।
পরে পাল্টা গুলি করলে এক মিশরীয় সেনা নিহত হন।বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এ নিয়ে মিশরীয়দের সঙ্গে একটি সংলাপ চলছে বলেও জানিয়েছে তারা।
গত জুনে ইসরাইলে অনুপ্রবেশ করে তিন আইডিএফ সেনাকে হত্যা করেছিল এক মিশরীয় পুলিশ অফিসার। তারা দাবি করেছিল, মাদক চোরাকারবারিদের ইসরাইলে ধাওয়া করার সময় এই ঘটনা ঘটেছিল।