7 April 2024 , 3:53:41 প্রিন্ট সংস্করণ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের নবনিযুক্ত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। রোববার এই দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট হাউসের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।খবরে বলা হয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন জারদারি।তুরস্কের প্রেসিডেন্ট ও সেদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি পাকিস্তান সফরের জন্য এরদোগানকে আমন্ত্রণ জানান।
তিনি তুরস্কের প্রেসিডেন্টকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।এর আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহজাদ শরিফ বলেছেন, আঙ্কারা ও ইসলামাবাদের একসঙ্গে কাজ করা দরকার।
বার্ষিক ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের টার্গেট পূরণে আমাদের কাজ করতে হবে।পাকিস্তান তুরস্ক মৌলিক বিষয়গুলোতে একে অন্যকে সহায়তা করে আসছে। ভবিষ্যতেও তারা এটি অব্যাহত রাখতে অঙ্গীকারাবদ্ধ।