আন্তর্জাতিক

চীনের হেনান প্রদেশে ছাত্রাবাসে আগুন নিহত ১৩ জন

চীনের হেনান প্রদেশে ছাত্রাবাসে আগুন নিহত ১৩ জন

চীনের হেনান প্রদেশে একটি স্কুলের ছাতাবাসে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২০ জানুয়ারি) দেশটির বার্তা সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইয়াংকাই স্কুলে এই ঘটনা ঘটে।

এতে ১৩ জন নিহত ও একজন আহত হয়েছেন।অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করা হয়েছে।স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ।

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে মৃতদের আত্মা শান্তি পাবে না।

চীনে আগুন ও অন্যান্য মারাত্মক দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত ২৬ নভেম্বর চীনের শানজি প্রদেশে একটি কয়লা কোম্পানিতে আগুনে ২৬ জনের মৃত্যু হয়।