ভিন্ন স্বাদের খবর

কাটা জিভ দিয়ে নুডুলস খাওয়ার কসরত

জিভে অস্ত্রোপচারের পর মার্কিন এক তরুণীর নুডুলস খাওয়ার কসরত দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। নুডুলস খাওয়ার ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

মার্কিন ওই তরুণীর নাম ভি ডুকেট। তিনি মূলত একজন ট্যাটু আর্টিস্ট। অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা তার জিভ দিয়ে ওই নুডুলস খাওয়ার ভিডিওটি দেখে অবাক বনে গেছেন অনেকেই।

ভিডিওতে দেখা গেছে, তার জিভ অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। নতুন আকৃতির জিভ দিয়ে নুডুলস খাওয়ার ভিডিওটি কয়েক দিনেই হাজার হাজার লাইক পেয়েছে।

প্রায় ৫.৩ মিলিয়ন দর্শক ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওতে, ট্যাটু শিল্পীকে তার কাটা জিভের ওপর অদ্ভুত নিয়ন্ত্রণ প্রদর্শন করতে দেখা যায়।

ভিডিওটি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ‘viiduquette’-এ ক্যাপশনসহ শেয়ার করা হয়েছে। তিনি লিখেছেন, ‘ইন্টারনেটকে বিস্মিত করে তোলার কাজ আমার ওপর ছেড়ে দিন’।