বিনোদন

শিল্পী সমিতি থেকে বিদায় নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

শিল্পী সমিতি থেকে বিদায় নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদ থেকে অনেকটা দুঃখ ভারাক্রান্ত মনে বিদায় নিচ্ছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শনিবার (২ মার্চ) রাজধানীর নিকটস্থ আশুলিয়ায় সংগঠনটির বার্ষিক বনভোজন ছিল। সেখানে এ অভিনেতা জানান―অনেক দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছেন তিনি।

২০২২ সালের জানুয়ারিতে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণের সঙ্গে সভাপতি পদে জয়লাভ করেন ইলিয়াস কাঞ্চন। নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় নানা কারণেই আলোচনায় থেকেছে এই কমিটি। নিজেদের মধ্যকার কোন্দলের জন্য কমিটির নির্বাচিত ২১ সদস্যের সবাইকে একত্র করে কখনো মিটিং করতে পারেননি তারা।এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন বলেন, কমিটির নির্বাচিত সদস্যদের সহযোগিতা ছিল না বলে এমনটা হয়েছে।

আর এই আক্ষেপ নিয়ে সংগঠনটি থেকে বিদায় নিতে হচ্ছে এ চিত্রনায়ককে।এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের পর থেকেই কমিটির একটা পদ নিয়ে মামলা-মোকদ্দমাসহ অনেক কিছু হয়েছে। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো অন্য জিনিস। যা কেউ বুঝতে চাইল না। শিল্পীদের স্বার্থ আপনারা কীভাবে ভুলে যান? যেখানে কিনা সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেখানে তার পাশে দাঁড়ান না আপনারা।

আমি এই দুঃখ নিয়ে বিদায় নিচ্ছি সমিতি থেকে। আজকে আমাকে যদি আপনারা অসম্মান করেন, তাহলে কিন্তু সেই অসম্মান আমার একার নয়; তা পুরো শিল্পী সমাজের ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির।আগামী এপ্রিলে শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করলেও আমি সবসময় সংগঠন ও শিল্পীদের পাশে থাকব। এই সংগঠন আমাদের সংগঠন।

আজ আমি যা কিছু, এর সবই একজন শিল্পী হিসেবে অর্জন করেছি; এই ইন্ডাস্ট্রি থেকেই অর্জন করেছি। সুখে-দুঃখে যখনই প্রয়োজন হবে, আমাকে আপনারা পাবেন।এদিকে আসন্ন এ নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সরে দাঁড়ালেও আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন নিপুণ। কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বলেও শোনা যাচ্ছে।

আরও খবর

Sponsered content