খেলাধুলা

কে হাসবে শেষ হাসি তামিম-সাকিবের লড়াই

কে হাসবে শেষ হাসি তামিম-সাকিবের লড়াই

বিপিএলে দশম আসরে ফাইনারে যাওয়ার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। তবে দুই দলের নাম ছাপিয়ে সাকিব-তামিমের লড়াই বলেই উন্মদনা বাড়ছে দর্শকরে মাঝে। বাঁচা মরার লড়াইয়ে হারলেই বিদায়, আর জিতলেই মিলবে বিপিএলের ফাইনালের টিকিট। এমন এক সমীকরনের ম্যাচে মাঠে নামছে সাকিবের ফরচুন বরিশার ও তামিমের রংপুর রাইডার্স। এবারের আসরে তৃতীয়বারের মতো মুখোমুখী হতে যাচ্ছে দুই দল।

এর আগের দুই ম্যাচে একবার করে জিতেছে দুই দল। সাম্প্রতিক সময়ে সাকিব-তামিমের বন্ধুত্বের সম্পর্কের টানাপড়েন ও মাঠের নানা আলোচিত ঘটনা বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে আজকের এই ম্যাচ।দারুন ফর্মে রয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, ১৩ ম্যাচ খেলে ৪৪৩ রান নিয়ে আছেন সেরা রান সংগ্রাহকের দুই নাম্বার কাতারে। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ এক ফিফটি হাঁকিয়ে দলকে জেতান এই বাঁহাতি ব্যাটার।

গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের।অপরদিকে সাকিব আল হাসান ও রয়েছেন দুর্দান্ত ফর্ম। ১২ ম্যাচে ৬.১৫ ইকনোমিতে ১৭ উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রহকের তালিকায় রয়েছেন দ্বিতীয়তে, এছাড়া ব্যাট হাতে ও দারুন আলো ছড়াচ্ছেন। ১২ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলের উপরে সাকিবের রংপুর তবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হারে রংপুর ।২২গজের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে। যা শুরু হয়েছে সবশেষ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগ থেকেই।

জাতীয় দলের দুই তারকার মধ্যে সস্পর্কের ফাটল ধরা। অভিমানে তামিম ইকবালের জাতীয় দল থেকে অবসর ঘটনা। এরপর চোটের দোহাই দিয়ে তামিমকে বিশ্বকাপ দলে না রাখা! এসব ঘটনা মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকরা।অবশ্য সাকিব-তামিমের নিজেদের মধ্যে যতটা না বিরোধ তাদের থেকে বেশি ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই দুই ক্রিকেটারের ভক্তরা মুখোমুখি হন।

নানা রকম তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এক পক্ষ আরেক পক্ষকে নাজেহাল করার চেষ্টা করেন। দুই দলের ধ্রুপদী লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন- সাকিব না তামিম, সেই উত্তরের অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র। মিরপুর শের-ই-বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়।

আরও খবর

Sponsered content