সারা দেশ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

টাঙ্গাইলর ভঞাপুর এক পাগলা কুকুর কামড়ে নারী ও শিশুসহ ১২ জন আহত হয়ছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিক ভঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলজ ও বীরহাটি এলাকা এ ঘটনা ঘট। আহতরা হলন, পর শহরর বীরহাটি গ্রামর আব্দুল হাকিমর ছল আব্দুল হালিম (৩৮), বামনা হাটা গ্রামর কারবান শখর ছল জহুরুল ইসলাম (২৩), ফসলাদি গ্রামর হাসান আলীর ছল আতিকুর রহমান (৩৮), পশ্চিম ভঞাপুর গ্রামর সুজনর স্ত্রী লিলি বগম (৩০), ফলদা ইউনিয়নর ঝনঝনিয়া গ্রামর করামত আলী (৬৫), আহত আইয়ুব আলী, স্কুলছাত্রী জুই খাতুন (৯), পরসভার বতুয়া এলাকার আতায়ার রহমানর স্ত্রী জহুরা (৫০) এবং নিকরাইল এলাকার মঈন উদ্দিনর স্ত্রী নাসিমা বগম (৪৫)। অপর তিনজনর পরিচয় পাওয়া যায়নি।

এদিক পাগলা কুকুরটিক নিয়ন্ত্রণ না করায় বিভিন জায়গাত গিয় পথচারীদর কামড়াছন। এত আহতদর সংখ্যা বাড়ছ। আহতদর উপজলা ভবন স্বাস্থ্যকমপ্লেক্সে ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা দয়া হছ। এরমধ্য গুরুত্বর আহতদর রাগীদর উনত চিকিৎসার জন্য টাঙ্গাইল জনারল হাসপাতাল পাঠানা হয়ছ।আহত জহুরুল ইসলাম বলন, ইবরাহীম খাঁ মাজারর কাছ একটি পাগলা কুকুর লাফ দিয়ে আমার উপর এসে পড়ে এবং পায়ে কামড়ে দেয়। এরপরই সেখা‌নে থাকা আরো ক‌য়েকজন‌কে কামড়ে দি‌য়ে‌ছে।

আহত উপ‌জেলার কষ্ট‌াপাড়া ফা‌জিল মাদরাসার সি‌নিয়র শিক্ষক আতিকুর রহমান ব‌লেন, বাসা থে‌কে বের হ‌য়ে পরীক্ষা কে‌ন্দ্রে খোঁজ নি‌তে যাওয়ার সময়ই দৌ‌ড়ে এসে কুকু‌র কামড়ে দি‌য়ে‌ছে। প‌রে হাসপাতা‌লে এসে চি‌কিৎসা নি‌তে এসে দে‌খি ভ‌্যাক‌সিন নেই। বাইরে থে‌কে ভ্যাকসিন কি‌নে এনে দি‌তে হ‌য়ে‌ছে।উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ইফাত ফারজানা জানান, কুকুরের আক্রমণে শিকার হয়ে ৯জন হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

এদের ম‌ধ্যে গুরুত্বর চারজনকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থে‌কে রোগী‌দের কি‌নে আন‌তে হ‌চ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। জেনে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content