18 February 2024 , 5:56:16 প্রিন্ট সংস্করণ
শীতে অনেকেরই হাত-পা বেশি ঘামে। ঘামে ভিজে থাকা পায়ে ব্যাকটেরিয়া জন্মায়। এ থেকে তৈরি হয় দুর্গন্ধ। এতে মোজাতেও গন্ধ হয়। তবে কিছু উপায় মেনে চললে কিন্তু সহজেই এ সমস্যা থেকে রেহাই মেলে।
মোজায় দুর্গন্ধ দূর করার কিছু উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট হাঙ্কার ডটকম।গন্ধ দূর করতে জুতার মধ্যে বেকিং সোডা ছিটিয়ে দিন। এ ছাড়া কাপড়ের মধ্যে কয়লা মুড়ে জুতোর মধ্যে রাখতে পারেন।
কিছুক্ষণ পর ফেলে দিন।প্রতিদিন মোজা বদলান। দীর্ঘদিন না ধুয়ে মোজা ব্যবহার করলে বাজে গন্ধ হয়। অন্তত দুই জোড়া মোজা রাখুন অদলবদল করে পরার জন্য।
প্রতিদিন ঘরে ফিরে জুতা বাতাসে শুকান। সম্ভব হলে ফিতা খুলে দিন। জুতার দুর্গন্ধ ও আর্দ্রতা মোজায় চলে আসে। তাই মোজার গন্ধ দূর করতে জুতার বাজে গন্ধ দূর করা চাই।
গন্ধ দূর করতে গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে মোজা ধুয়ে ফেলুন। ভালোভাবে শুকানোর পরই ব্যবহার করুন। না হলে ভেজা মোজা থেকে আবারও দুর্গন্ধ হবে।মোজা শুকানোর সময় সুগন্ধিযুক্ত ফেব্রিক সফটনার ব্যবহার করতে পারেন। এতে বাজে গন্ধ কমবে।