জাতীয়

এবার বছরের প্রথমদিন বাংলাদেশে জন্ম নেবে ৮ হাজার শিশু

এবার বছরের প্রথমদিন বাংলাদেশে জন্ম নেবে ৮ হাজার শিশু

বছরের প্রথম দিনে সবাই যে নতুন বছরকেই স্বাগত জানাচ্ছে তা নয়, অনেক পরিবার এদিন স্বাগত জানাতে তাদের নতুন ক্ষুদ্রতম সদস্যকেও। আজ বছরের প্রথমদিনে বাংলাদেশে জন্ম হচ্ছে সাড়ে ৮ হাজার শিশুর

নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে ৮ হাজার ৪২৮টি শিশুর জন্ম হবে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আর এদিন পৃথিবী জুড়ে জন্ম হতে যাচ্ছে ৩ লাখ ৯৫ হাজার ৭২টি শিশুর।

ইউনিসেফের হিসাবে, প্রথম দিনে জন্ম নেয়া শিশুদের এক চতুর্থাংশের জন্ম হবে দক্ষিণ এশিয়ায়। আর এদিনের মোট শিশুদের অর্ধেক জন্ম নেবে নীচের আটটি দেশে:

ভারত-৬৯,৯৪৪

চীন- ৪৪,৯৪০

নাইজেরিয়া-২৫৬৮৫

পাকিস্তান-১৫১১২

ইন্দোনেশিয়া-১৩২৫৬

যুক্তরাষ্ট্র-১১০৮৬

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো-১০,০৫৩

বাংলাদেশ-৮৪২৮