ভিন্ন স্বাদের খবর

ছয় বছর ধরে প্রতিদিন পিৎজা খাচ্ছেন তিনি

ছয় বছর ধরে প্রতিদিন পিৎজা খাচ্ছেন তিনি

পিৎজা খেতে অনেকেই পছন্দ করেন। তবে কেউ কেউ আছেন যাদের কাছে পিৎজা মন শীতল করা খাবার। পিৎজা দেখলেই তাদের মুখে বড় হাসি ফোটে। সে সব পিৎজাপ্রেমীর একজন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের বাসিন্দা কেনি ওয়াইল্ডস।

এই ফাস্টফুডের প্রতি তার ভালোবাসা সবাইকে অবাক করবে। সম্প্রতি গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে কেনি জানিয়েছেন, তিনি ছয় বছর ধরে প্রতিদিন পিৎজা খাচ্ছেন। প্রতিদিন অন্তত এক টুকরো পিৎজা ছাড়া তার চলে না।

একটি প্রতিবেদন জানিয়েছে, দৈনিক চিজে ভরপুর পিৎজা খেলেও তিনি বেশ ফিট এবং সুস্থ আছেন। পিৎজার প্রতি তার অসীম ভালোবাসা এবং বাকি জীবনও তিনি পিৎজা খেয়ে যেতে চান।

কেনির এই পিৎজা প্রেমের গল্প ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খুব ছোটবেলা থেকেই তার এই ভালোবাসা তৈরি হয়েছে। তার বাবার পিৎজারিয়া নামে পিৎজার একটি দোকান ছিল।

কেনি বলেন, কখনো কখনো মানুষ আমার অভ্যাসের কথা শুনে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু আমি পুরোপুরি ফিট এবং স্বাস্থ্যবান।