বিনোদন

আমি ১০ মিলিয়ন ছাড়া খেলি না বললেন তমা

আমি ১০ মিলিয়ন ছাড়া খেলি না বললেন তমা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহরের শেষ নেই ভক্তদের। পর্দার বাইরে তিনি কেমন, তা জানতে উদগ্রীব সিনেপ্রেমীরা।

দেশীয় একটি গণমাধ্যমে যাপিতজীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।সিনেমার বাইরে কীভাবে সময় কাটান এমন এক প্রশ্নে তমা বলেন, সিনেমার বাইরে আমি আমার হানির (পোষ্য কুকুর) সাথে সময় কাটাই।

যখন আমি বাসায় থাকি, রাতে ঘুমাতে যেতে একটু দেরি হয়। কারণ আমি রাতে ঘুমানোর আগে একটু লুডু খেলি।লুডু ছাড়াও অন্যান্য গেমস খেলতেও ভালোবাসেন তিনি।

তমা বলেন, আমি লুডু স্টারও খেলি। অনেকে আমাকে দু’হাজার কয়েনের রিকোয়েস্ট পাঠান, পাঁচ হাজার কয়েনের পাঠান- ওগুলো আমি খেলি না।

আমি ১ মিলিয়ন বা ১০ মিলিয়ন ছাড়া খেলি না। তার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সুরঙ্গ’। সিনেমাটি ব্যবসা সফলের পাশাপশি তার অভিনয়বেশ প্রশংসিতও হয়।

আরও খবর

Sponsered content