15 November 2023 , 1:19:50 প্রিন্ট সংস্করণ
শ্রীলংকায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এটির গভীরতা ছিল দশ কিলোমিটার।
দক্ষিণ শ্রীলংকার বেশ কিছু অংশের পাশাপাশি রাজধানী কলম্বোতেও কম্পন অনুভূত হয়েছে। কলম্বোতে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় মানুষরা ঘর থেকে বেরিয়ে আসেন।
বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সুনামি সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর আসেনি।