বিজ্ঞান ও প্রযুক্তি

ভুল নম্বরে চলে যাওয়া টাকা পকেটে ফেরাবেন যেভাবে

অনলাইনে টাকা পাঠাতেই এখন সবাই স্বচ্ছন্দ বোধ করেন। এতে নগদ টাকাও বেশি রাখতে হয় না পকেটে। তবে অনলাইনে টাকা পাঠাতে গিয়ে মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয়।

অনেক সময় ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলেন কেউ কেউ। অচেনা অজানা কারও কাছে চলে গেলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে চিন্তা নেই। এক্ষেত্রেও টাকা ফেরত পাওয়ার উপায় রয়েছে।

প্রথমেই টাকা ফেরত পাওয়ার জন্য নির্দিষ্ট অ্যাপটির হেল্পলাইনে যোগাযোগ করুন। তারা এমন সমস্যার সুরাহার চেষ্টা করেন। কিন্তু এর পিছনে বেশি সময় দেওয়া যাবে না। দ্রুত সুরাহা না পেলে অন্য পথ নিতে হবে।

ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, সেখানে যোগাযোগ করুন এর পর। একটি লিখিত অভিযোগ দায়ের করুন ব্যাংকে। সাধারণত এতেই কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রে।