30 September 2023 , 2:06:02 প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত আমরা তত্ত্বাবধায়ক মানি না। তত্ত্বাবধায়ক এখন মরা লাশ, ওই লাশ এখন আমাদের দিয়ে লাভ নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, আমাদের ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই। নিষেধাজ্ঞার ভয় দেখিয়েও লাভ নেই। নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, ভয় দেখান মির্জা ফখরুল। বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কী হলো জানতে চান তিনি।
তিনি বলেন, নিষেধাজ্ঞাকে ভয় করলে বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করতে পারতেন না। নিষেধাজ্ঞাকে কেউ ভয় করলে বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের সোনালি অর্জন সেগুলো হতো না। আমাদের নির্বাচন সংবিধান নির্ধারণ করবে। আমরা তত্ত্বাবধায়ক মানি না। তত্ত্বাবধায়ক এখন মরা লাশ, ওই লাশ এখন আমাদের দিয়ে লাভ নেই। বাংলাদেশে ওই তত্ত্বাবধায়কের ইতিহাস জানা আছে।
সেতুমন্ত্রী বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ, ১৫ বছর পরে বাংলাদেশ, ১৫ বছর আগের এই ঢাকা শহর, ১৫ বছর পরের এই ঢাকা শহর, এলিভেটেড এক্সপ্রেসওয়ের আলোতে ঝলমল। কী পরিবর্তন তাকিয়ে দেখুন। আগামী মাসে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে। কী অপূর্ব সুন্দর ঢাকা শহর। এই রূপান্তরের রূপান্তর কে? সংকটকে সম্ভাবনায় রূপ দিয়েছে কে? আমাদের সাহস, আমাদের স্বপ্নের বর্ণিল ঠিকানা, কে তিনি? শেখ হাসিনা।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞাকে ভয় করলে বাংলাদেশের যে অর্জন আমরা রক্ষা করতে পারব না। আমাদের গণতন্ত্র কেমন হবে তা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে। আমাদের নির্বাচন আমাদের সংবিধান নির্ধারণ করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা মানি না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজকেই বলেছেন তাদের গণতন্ত্র হুমকির মুখে। তারা ট্রাম্পকে সামলাতে পারে না, আবার বাংলাদেশকে ধমক দেয়। বেপরোয়া ট্রামকে ঠেকাতে আমেরিকা সরকার ব্যর্থ। এমনকি জনমত জরিপেও ট্রাম্প এগিয়ে আছেন। গত জানুয়ারি মাসে আমেরিকার রাজধানী ওয়াশিংটনের রাস্তায় ছয়টি প্রাণ ঝরে গেল। এ কেমন গণতন্ত্র? অথচ ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশে হয়ে যাওয়া নির্বাচনে কোনো প্রাণ ঝড়েনি। সেখানে প্রতিদিন আমেরিকার মতো দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমনকি শিশুরাও প্রাণ দিচ্ছে। তাহলে কেন আমাদের ধমক দেন?
তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমার নির্বাচন আমি করব। তুমি (যুক্তরাষ্ট্র) আমাকে বলার কে? ফখরুল সাহেব জনগণ যখন আপনাদের ধাওয়া দেবে, তখন কোথায় যাবেন? কাছাকাছি কর্ণফুলী আছে। সেখানে ঝাঁপ দেন। আইন মানবেন না বলছেন, কী করবেন? নাশকতা করবেন? নাশকতা করতে আসলে; আমরা নাশকতার কালো হাত ভেঙে দেব বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।