24 November 2025 , 7:41:48 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষন ও বিক্রির দায়ে ৪টি ফার্মেসীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।
অভিযানের সময় ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষন ও বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিকস ২০২৩ আইনে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার বলেন,মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রয় করা একটি গুরুতর অপরাধ। চারটি ফার্মেসীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





