22 November 2025 , 4:41:06 প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বাঁধন সাহা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বরমী বাজারের কর্মকারপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাঁধন ওই এলাকার বাবুল সাহার ছেলে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে বাঁধন তার ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.)-কে নিয়ে একটি ইংরেজি মন্তব্য পোস্ট করলে সন্ধ্যার পর তা স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের নজরে আসে। পরে কয়েকশত মানুষ বরমী বাজারে বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বরমী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহ্দী হাসান রাতে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাঁধনকে গ্রেপ্তার করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় বরমী বাজারের কর্মকারপট্টিতে চলমান জয়দূর্গা মন্দিরের মহানাম যজ্ঞানুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে ওসি মোহাম্মদ আব্দুল বারিক ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত হতে অনুরোধ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং উত্তেজিত জনতা ঘটনাস্থল ত্যাগ করেন।
রাত ১১টার দিকে শান্তিপূর্ণভাবে পুনরায় শুরু হয় হিন্দু সম্প্রদায়ের যজ্ঞানুষ্ঠান। ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।”
মামলার বাদী মাহ্দী হাসান বলেন, “এই কটূক্তি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত করেছে। আমরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চাই।” পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।






