জাতীয়

ঢাবিতে শিবিরের প্রদর্শনী: মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি সরলো

হয়। বেলা সাড়ে ১১টায় দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সরেজমিন দেখা যায়, প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্লোগান, ফ্যাসিবাদের নির্দেশনা ও জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি। যেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাইদসহ শহীদদের ছবি।

তবে শিবিরের এ কর্মসূচিতে ‘বিচারিক হত্যাকাণ্ড’ নামে আয়োজিত প্রদর্শনীর একাংশ নিয়ে বাধে বিপত্তি। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রদর্শনীর ওই অংশে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি প্রদর্শন করা হয়। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসাইন সাঈদীর ছবি ছিল সেখানে। তবে শিক্ষার্থীদের তোপের মুখে এ অংশ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রক্টোরিয়াল টিম পাঠিয়ে প্রদর্শনীর সমালোচিত এ অংশ বন্ধ করে দেয় ঢাবি কতৃপক্ষ।

আরও খবর

Sponsered content