জাতীয়

‘জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে’

জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, সে ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের দেশদ্রোহীও বলা হতে পারে।

শনিবার (২৬ জুলাই) সকালে পেট্রোবাংলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এ কথা বলেন।

আলোচনায় বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা যেন হারিয়ে না যায়, সে ব্যাপারে রাষ্ট্র-সরকার-রাজনীতিবিদ সব পক্ষকে সতর্ক থাকতে হবে।

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেন। বলেন, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। নিজের কাজ না করলে বা অন্যায় করলে তার বিচার হবেই।

অনুষ্ঠানে বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, আহত জুলাই যোদ্ধা হোসাইন আহমেদ, শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহিদুল ইসলাম ভূইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content