অপরাধ বার্তা

দৌলতপুর সীমান্তে যৌথ অভিযানে ১ কোটি ৮৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে যৌথ অভিযানে বিপুল পরিমান মজুদ করা নিষিদ্ধ জাল ও জাল তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর ও বাংলাবাজার খারিজাথাক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকার নিষিদ্ধ ও অবৈধ চায়না দুয়ারি এবং বেহুন্দী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি। সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ উদয়নগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা মানিকেরচর এবং বাংলাবাজার খারিজাথাক এলাকায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দী জাল মজুদ থাকার তথ্য পেয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ও অংশ নেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমেদ স্বপন, আনসার সদস্য এবং ৪৭ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম ও বিজিবি সদস্যরা। অভিযানে প্রায় ৮হাজার ৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল, ৩ হাজার ৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় সাইজের ড্রাম এবং ৪ হাজার কেজি জাল তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কেটি ৮৪ লক্ষ ৪৫ হাজার টাকা। এ সময় ৩ জনকে আটক করে ১৩ হাজার টাকা জরিমানা করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী। পরে উদ্ধার ও জব্দ করা অবৈধ চায়না দুয়ারি জাল, বেহুন্দী জাল, ড্রাম এবং জাল তৈরীর সরঞ্জাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকীর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবেন বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ।

আরও খবর

Sponsered content