অপরাধ বার্তা

ভিজিএফের কার্ড নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে অনলাইন ভিজিএফ (দুঃস্থ ভাতা) কার্ড নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ মথুরাপুর দর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ কার্ডের আবেদন ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের (২৮) সঙ্গে আকরামের ছেলে বিজয় এবং তার বন্ধু আজিজুরের আগে থেকেই বিরোধ চলে আসছিল।

বুধবার রাতে আজিজ ও বিজয় বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পলাশের ছুরিকাঘাতে আজিজুর গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুরের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাতার কার্ড নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

বিডি প্রতিদিন

আরও খবর

Sponsered content