20 November 2025 , 5:48:59 প্রিন্ট সংস্করণ
খোকসা প্রতিনিধি \ কুষ্টিয়ার খোকসায় বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে স্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নসিমন চালক আব্দুর রহিম (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়া বিআরটিসি বাস এবং বিপরীতমুখী নসিমন উভয়ই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ মুখোমুখি সংঘর্ষে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর প্রথমদিকে নিহতের পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্থানীয় নসিমনচালক জব্বারুল মরদেহ দেখে তাকে শনাক্ত করেন। তিনি জানান, নিহত আব্দুর রহিম আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তিনটি নসিমন পাটকাঠি আনতে পাংশায় যাচ্ছিল। রহিম ছিল তাদের বহরের শেষ গাড়ির চালক। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তারা জানেন না। ঘটনার বিষয়ে খোকসা থানা পুলিশের এসআই সৈকত বলেন, এটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাভুক্ত এলাকা। আমরা মৃতদেহ উদ্ধারসহ সড়কের যানজট নিয়ন্ত্রণ করেছি। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।এদিকে দুর্ঘটনার পর ঘাতক বিআরটিসি বাসটিকে কুমারখালী এলাকায় আটক করা হয়েছে বলে জানাগেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের নিরাপত্তা জোরদার ও বেপরোয়া গতির নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।




