ধর্ম

কুষ্টিয়ায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা উলামা বিভাগের আয়োজনে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১জুলাই) বিকালে কুষ্টিয়া শরীয়াতুল্লাহ ইয়াতিমখানায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াত প্রার্থী মুফতী আমীর হামজা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগের সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম খলীল মুজাহিদ।

বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।