28 November 2024 , 2:53:49 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার মিরপুরের একটি চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ বিএনপির ৫৪ নেতাকর্মীকে বেকসুর খালাশ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেরিনা সুলতানা এই মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায় ঘোষনা করেন। এসময় মামলার সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার এবং আদালত সুত্রে জানাযায়, বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর বিকেলের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির কার্যালয়ের সম্মুখে ঈগল চত্বরে কর্মী সমাবেশ করছিলো মিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় মিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালায়, এসময় পুলিশ এসে বাঁধা দিলে পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে বশির উদ্দিন এবং আব্দুর রহমান নামের দুই আওয়ামীলীগ কর্মীর মৃত্যু হয়। এই ঘটনার পরের দিন যুবলীগ কর্মী মাফিউল ইসলাম মাফি বাদি হয়ে মিরপুর থানায় কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ মিরপুর এবং ভেড়ামারা উপজেলা বিএনপি’র ৫৪ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর ১ মাস পর এই মামলা থেকে থেকে বেকসুর খালাস পেলেন বিএনপি নেতাকর্মীরা। আসামী পক্ষের আইনজীবি এ্যাডঃ সুধীর কুমার শর্মা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণ বিশ্লেষন করে বাদীর আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামীকে বেকসুর খালাস করে রায় প্রদান করেন।