বিনোদন

আবারও অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব

বাংলাদেশ দল পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফিরেছে ৩ সেপ্টেম্বর। সামনে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা ছেড়ে যাবে ১৫ সেপ্টেম্বর। মাঝের সময়টা অল্প হলেও কাউন্টি খেলতে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব আল হাসান।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজেও ব্যাটিংয়ে ফ্লপ ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এবার কাউন্টিতেও ব্যাট হাতে ব্যর্থ সাকিব।

তবে বল হাতে ঠিকই চেনা রূপে এই বাঁহাতি অফ স্পিনার।কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ ম্যাচে বুধবার সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৪ উইকেট। এদিন একটা মাইলফলও স্পর্শ করেন এই বাংলাদেশি।

১০৬তম ম্যাচে এসে প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে তিনশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। সারের হয়ে প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি।

ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে তিনি ফের নিয়েছেন ৪ উইকেট। পাঁচ উইকেট নেওয়ার সুযোগও আছে তার সামনে। ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবে সমারসেট।

আরও খবর

Sponsered content