বিজ্ঞান ও প্রযুক্তি

আবারও মহাকাশে টানা ৮৭৮ দিন কাটিয়ে গড়লেন বিশ্ব রেকর্ড

আবারও মহাকাশে টানা ৮৭৮ দিন কাটিয়ে গড়লেন বিশ্ব রেকর্ড

মহাকাশে টানা ৮৭৮ দিন ১২ ঘণ্টা কাটিয়ে ৫৯ বছর বয়সী ওলেগ কোননেঙ্কো গড়লেন বিশ্ব রেকর্ড। এর আগে ওলেগের সহকর্মী গেনাডি প্যাডালকা ২০১৫ সালে ৮৭৮ দিন ১১ ঘণ্টা ২৯ মিনিট থেকে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভাঙলেন ওলেগ। ওলেগ রাশিয়ান মহাকাশচারী।

এর আগেও তিনি মহাকাশে দীর্ঘসময় থাকার রেকর্ড করেছিলেন।২০০৮ সাল থেকে মোট ৫টি মহাকাশ গবেষণায় রেকর্ড করেছেন। তবে রাশিয়া এবং আমেরিকা সহ অন্যান্য দেশ থেকে নভোচারীরা পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) থাকতে যায় এবং সেখানে থেকেই মহাকাশ মিশন সম্পূর্ণ করে।

ওলেগ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস-কে জানায়, তিনি ছোটবেলা থেকেই মহাকাশচারী হতে চেয়েছিলেন। আইএসএসর-এর আপগ্রেডিংয়ের কারণে, তা সম্ভব হয়েছে। তিনি মহাকাশে গবেষণা করতে পছন্দ করেন।

রেকর্ড গড়ার লক্ষ্যে তিনি যাননি। ওলেগ পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার মহাকাশ সফর ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে শুরু হয়েছিল। তিনি নাসার মহাকাশচারী লোরাল ও’হারা এবং তার সহকর্মী নিকোলাই চুবের সঙ্গে মহাকাশে গিয়েছিলেন।