বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে ফেসবুকে পিপল ইউ মে নো ফিচার বন্ধ করবেন

যেভাবে ফেসবুকে পিপল ইউ মে নো ফিচার বন্ধ করবেন

ফেসবুকের নিউজ ফিডে প্রায়ই এমন ফ্রেন্ডস সাজেশন সামনে আসে। এতে ব্যবহারকারীর পরিচিত কিছু ফেসবুক আইডি দেখানো হয়। সেখান থেকে নতুন কাউকে বন্ধু তালিকায় যুক্ত করা যেতে পারে। যেটাকে আমরা ‘পিপল ইউ মে নো’ ফিচার বলি। চাইলে বন্ধ এই ফিচার আপনি বন্ধ করে রাখতে পারবেন।
ফেসবুকে পিপল ইউ মে নো ফিচার বন্ধের উপায়-

ফেসবুক থেকে পিপল ইউ মে নো ফিচার বন্ধ করতে হলে প্রথমেই নিউজ ফিডে যেতে হবে।

স্ক্রল করে পিপল ইউ মে নো’তে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সেখানে ওপরের দিকে থাকা থ্রি ডটে প্রবেশ করে ‘হাইড পিপল ইউ মে নো’ অপশনে ক্লিক করতে হবে। এর ফলে একটি বড় সময় ফিচারটি নিউজ ফিডে আসবে না।

অনেক ব্যবহারকারী মোবাইল ফোনে মেসেজ ও ইমেইলের মাধ্যমে ফ্রেন্ড সাজেশন পেয়ে থাকেন। চাইলে এটিও বন্ধ করা যায়। এ জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে-

প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে সেটিংসে যেতে হবে।

সেখান থেকে নোটিফিকেশন বন্ধ করা যাবে। এরপর মেসেজ বা ইমেইলে আর নোটিফিকেশন আসবে না।

আরও খবর

Sponsered content