বিজ্ঞান ও প্রযুক্তি

বাজাজ ডিসকভার মোটরসাইকেলের কেন এত চাহিদা জেনেনিন

ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো। প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি সিরিজের মোটরসাইকেল তৈরি করে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ ডিসকভার। এই সিরিজে বেশ কয়েকটি মডেল রয়েছে। সেগুলো সমান জনপ্রিয়।বাজাজের তৈরি ডিসকভার সিরিজের জনপ্রিয়তার মূল কারণ এর কমিউটার ইঞ্জিন।

এই ইঞ্জিন যেমন শক্তিশালী তেমনি ভালো মাইলেজও দেয়। এছাড়াও ডিসকভার সিরিজের মোটরসাইকেলগুলো শক্তপোক্ত ডিজাইনে তৈরি। ফলে দীর্ঘদিন সার্ভিস দেয়। এসব মডেলের দামও হাতের নাগালে। কিছুদিন চালিয়ে বিক্রি করলেও ভালো দাম পাওয়া যায়। অর্থাৎ বাজাজ ডিসকভারের রিসেলভ্যালু ভালো।

বাজাজের ডিসকভার সিরিজে বেশ কয়েকটি মডেল ও ভার্সন রয়েছে। বর্তমানে বাংলাদেশে বাজাজ ডিসকভার পাওয়া যায়। এগুলো হলো বাজাজ ডিসকভার ১২৫ এবং বাজাজ ডিসকভার ১১০। এই মোটরসাইকেল দুইটির দাম যথাক্রমে ১ লাখ ৫৩ হাজার এবং ১ লাখ ৩৭ হাজার টাকা।যদিও ভারতে বাজাজ অটোর অফিসিয়াল ওয়েবসাইটে ডিসকভার সিরিজ আর প্রদর্শিত হচ্ছে না।

অর্থাৎ ভারতে বাজাজ এখন আর নতুন করে ডিসকভার সিরিজের কোনো নতুন মডেল আনছে না।উইকিপিডিয়ার তথ্য মতে, ২০০৪ সালে সর্বপ্রথম ডিসকভার সিরিজ আনে বাজাজ। সর্বশেষ ২০২০ সালে এই সিরিজের মোটরসাইকেল আসে। এরপর আর কোনো নতুন মডেল আসেনি। এদিকে একটি সূত্র বলছে, শিগগিরই বাজাজ ডিসকভার সিরিজের নতুন মোটরসাইকেল আনবে। যার মডেল হবে বাজাজ ডিসকভার ১৫০।

%d bloggers like this: