ভিন্ন স্বাদের খবর

এবার শকুনদের জন্য তৈরি হচ্ছে রেস্তোরাঁ

এবার শকুনদের জন্য তৈরি হচ্ছে রেস্তোরাঁ

 মানুষ রেস্তোরাঁয় খায়, ছবি তোলে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে। কত রকম খাবার। আদি, আধুনিক কিংবা ফিউশন সব ধরনের খাবার রয়েছে মানুষের জন্য তৈরি রেস্তোরাঁয়।

কিন্তু রেস্তোরাঁটি যখন শকুনের জন্য- তাদের জন্য কী থাকছে? ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, শকুনদের জন্য রেস্তোরাঁ তৈরি হচ্ছে হেমন্ত সোরেনের রাজ্যে।

ঝাড়খণ্ডের কোডারমা জেলায় এই রেস্তোরাঁ তৈরি হচ্ছে। কোডারমার ডিএফও সুরজ কুমার সিং জানিয়েছে, পশু-পাখিদের শরীরে অতিরিক্ত ওষুধের উপস্থিতির কারণে প্রচুর শকুনের মৃত্যু হচ্ছে।

তাই শকুন সংরক্ষণের জন্য প্রায় এক হেক্টর জমির উপরে এই ‘রেস্তোরাঁ’ তৈরি করা হচ্ছে। রেস্তোরাঁয় রাখা হবে পশু-পাখির মাংস।ভারতের বনদপ্তর জানিয়েছে, ওষুধমুক্ত পশুর মৃতদেহ আসা শুরু হলেই এই রেস্তোরাঁ চালু করা হবে।

রেস্তোরাঁটি ঠিকঠাক পরিচালনা করতে পারলে ইকোসিস্টেমের জন্য দরকারি এই পাখিটির সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।