ভিন্ন স্বাদের খবর

যে অভ্যাস ত্যাগ করবেন বয়স ধরে রাখতে

যে অভ্যাস ত্যাগ করবেন বয়স ধরে রাখতে

সাধারণত নিজের সৌন্দর্য কে না ধরে রাখতে চায়। তবে আপনি জানেন কি, দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসের কারণে আপনার শরীর দ্রুত বুড়িয়ে যেতে পারে। তাই নিজের বয়স ধরে রাখতে এই অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। জেনে নিন যেসব অভ্যাস হতে পারে আপনার বুড়িয়ে যাওয়ার কারণ।

চিনি : অতিরিক্ত চিনি খেলে শরীরের কোলাজেনের ক্ষতি করে। চামড়া ঢিলে হয়ে যায়। এতে শরীর দ্রুত বুড়িয়ে যায়।

অ্যান্টিঅক্সিডেন্ট : ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তাই এগুলো কম খেলে শরীরে অ্যাক্সিডেন্ট ঘাটতি দেখা দেয়। ফলে বয়সের ছাপ দ্রুত বাড়ে।

ধূমপান : যারা নিয়মিত ধূমপান করেন তাদের মুখের চারপাশে ত্বকে ফাইনলাইন দেখা দেয়। এটি কপালের চারপাশের ত্বকে প্রভাব ফেলে। এর ফলে দ্রুত বয়সের ছাপ পড়ে যায়।

অ্যালকোহল : পরিমিত অ্যালকোহল পানে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তবে অতিরিক্ত অ্যালকোহল পানের ফলে দেহে চর্বি জমে, ঘুমের সমস্যা দেখা দেয়।

ফোনে আসক্তি : বর্তমানে দ্রুত বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ মোবাইল ফোন আসক্তি। দীর্ঘক্ষণ একই পজিশনে বসে মোবাইল ব্যবহারের ফলে শরীরের জয়েন্টগুলোতে প্রভাব ফেলে। এতে দ্রুত বুড়িয়ে যায় শরীর।

ব্যায়াম না করা : শারীরিক কসরতের অভাবে শরীর দ্রুত বুড়িয়ে যায়। তারুণ্য ধরে রাখতে চাইলে প্রতিদিন ব্যায়াম করতে হবে।

মানসিক চাপ ও ডিপ্রেশন : মানসিক চাপের মধ্যে থাকলে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। স্বাস্থ্য দ্রুত ভেঙে পড়ে। তাই ডিপ্রেশনে ভুগলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত, যাতে এর থেকে দ্রুত বেরিয়ে আসা যায়।

অতিরিক্ত কফি পান : প্রতিদিন এক কাপ কফি পান যথেষ্ট। এর বেশি পান করলে শরীরের ওপর প্রভাব পড়ে।