জাতীয়

নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ বললেন সিইসি

নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ বললেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। আজ সোমবার দুপুরে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য দেন।

এর আগে, রবিবার বিকেলে ভোট শেষে এক সংবাদ সম্মেলনে ইসি কাজী হাবিবুল আউয়াল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের ধারণা।

তার আগে, বেলা তিনটা পর্যন্ত ভোটের হারের হিসাব দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেছিলেন, ‘ভোট পড়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ। তখন তিনি জানিয়েছিলেন, এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে। কারণ, সব জায়গার তথ্য পাওয়া যায়নি।