15 December 2023 , 2:23:23 প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকাদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুক্রবার (১৬ ডিসেম্বর) শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশের মধ্যকার ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ১১ টায় শুরু হবে এ ম্যাচটি। ম্যাচের টসের পর ১ মিনিট নিরবতা পালন করা হবে এমনটি জানিয়েছে বিসিবি। প্রীত ম্যাচটি উপলক্ষে বৃৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে জাতীয় দলের নির্বাচক থেকে বোর্ডে জড়িত একাধিক সাবেক তারকা ক্রিকেটাররা রয়েছেন।
শহীদ মুশতাক একাদশ :
মেহেরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুল রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলি খান, হাসানুজ্জামান ঝড়ু, ইহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ আলি।
শহীদ জুয়েল একাদশ :
জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, হাসান তামিম, ডলার মাহমুদ, ফাহিম মুনতাসির, রবিউল ইসলাম, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।