খেলাধুলা

রোমাঞ্চকর জয়ে রিয়ালের ছয়ে ৬

রোমাঞ্চকর জয়ে রিয়ালের ছয়ে ৬

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতল ইউরোপের সফলতম দলটি। আগেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করা কার্লো আনচেলত্তির শিষ্যরা গ্রুপে ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট পেল।

বার্লিনের মাঠে লুকা মদ্রিচের পেনাল্টি মিসের পরই গোল খেয়ে রিয়াল মাদ্রিদের হতাশা বাড়ে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হোসেলুর জোড়া গোলে এগিয়ে গেল তারা। শেষ দিকে আবার ম্যাচে নাটকীয় মোড় নেয়। সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশা জাগায় ইউনিয়ন বার্লিন। কিন্তু দানি সেবাইয়োসের শেষ মুহূর্তের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচে আধিপত্য ধরে রাখা রিয়াল প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পেনাল্টি পায়। বার্লিনের বক্সে তাদের ডিফেন্ডার গিয়োগো লেইতের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। স্পট কিকে মদ্রিচ শট নেন সোজাসুজি। আগেই এক দিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক বল ঠেকান পা দিয়ে।

তবে পরক্ষণেই রিয়ালকে স্তব্ধ করে এগিয়ে যায় বার্লিন। বক্সের বাইরে বল ক্লিয়ার করার চেষ্টায় পড়ে যান রেয়াল ডিফেন্ডার ডাভিড আলাবা। ভেতরে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন কেভিন ভলান্ড। বিরতির পর ৬১তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান হোসেলু। রদ্রিগোর ক্রসে হেডে বল জালে পাঠান ৩৩ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

১০ মিনিট পর আরেকটি হেডে দলকে এগিয়ে নেন তিনি।খেলার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে জোরাল শটে সমতা টেনে ম্যাচ জমিয়ে তোলেন অ্যালেক্স ক্রাল। নাটকীয়তার তখনও বাকি। ৮৯তম মিনিটে বেলিংহ্যামের পাস ধরে বক্সে ঢুকে লক্ষ্যভেদে রেয়ালকে জয় এনে দেন সেবাইয়োস।

একই সময়ে আরেক ম্যাচে ব্রাগাকে ২-০ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। ব্রাগার পয়েন্ট ৪, বার্লিনের ২।