বিনোদন

পাগলামিটা ইদানীং বেড়ে গেছে জায়েদ খানের বললেন হিরো আলম

ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। অন্যদিকে বরাবরই আলোচনায় থাকেন বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত।অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সেই হিরো আলম মনে করছেন, চিত্রনায়ক জায়েদ খান তার ডিগবাজি নকল করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে সুপ্রিম পার্টির হয়ে নির্বাচন করতে চান হিরো আলম। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হিরো আলম মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি।সেখানে সংবাদমাধ্যমকের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, আমি দুবাই গেছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে।

সেখানে সে আমাকে বলতেছিল জায়েদ খান তো তোমাকে নকল করে।সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সে সেটা নকল করতেই পারে।হিরো আলম বলেন, আগে জায়েদ খান এরকম করতো না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে।

কাজের অভিজ্ঞতায় সে আমার সিনিয়র। আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে বলেন, আমি হারুন স্যারের কাছে গেছিলাম। তাকে বলেছি আপনারা তো প্রতিবার বলেন, কিন্ত তারপরে নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়।

হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবারে কোনো ঝামেলা হবে না।তাই আমি বলতে চাই, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আমি জোর গলায় বলবো, এবারের নির্বাচনে আমি পাশ করবো।

%d bloggers like this: