বিনোদন

আবারও অন্যের প্রতারণার খবরে জেবার ছবি মামলার হুঁশিয়ারি নায়িকার

আবারও অন্যের প্রতারণার খবরে জেবার ছবি মামলার হুঁশিয়ারি নায়িকার

প্রতারণার মামলায় অন্য আরেকজনের কারাদণ্ডের খবরে ছোটপর্দার বহুল আলোচিত অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করেছে সময় টিভি, বিডিনিউজটোয়েন্টিফোর, ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, চ্যানেল টোয়েন্টিফোর, ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা, মানবকণ্ঠ, দৈনিক করতোয়াসহ দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম।

এই ঘটনায় ভীষণ খেপেছেন নায়িকা। এমন বিশাল ভুলের কারণে গণমাধ্যমগুলোর বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দিয়েছেন জেবা।মঙ্গলবার, ২৯ আগস্ট প্রতারণার মামলায় কথিত চিত্রনায়িকা জেবা চৌধুরী জয়াকে তিন বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

কিন্তু পরদিন বুধবার দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম জেবা চৌধুরীর সেই খবরে ছোটপর্দার অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করে। বিষয়টি নজরে আসার পরপরই বুধবার দুপুরে নিজের ফেসবুকে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন জেবা।

জেবা তার ফেসবুক পোস্টে লেখেন, এগুলো সব ভুয়া খবর। আমি জানি না কেন তারা আমার ছবি ব্যবহার করছে? আমি জেবা চৌধুরী না। আমি এসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করবো। এটা একটা অপরাধ। তারা কেন আমার ছবি ব্যবহার করছে?… লোল।

আরও খবর

Sponsered content