খেলাধুলা

আবারও রিজওয়ানকে ব্যাট দিয়ে মারতে গেলেন বাবর

পাকিস্তানের ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজয়ানের জুটি পাকিস্তানি ক্রিকেট ভ্ক্তদের পছন্দের সেরা জুটি। ২২ গজের পিচে তাদের বোঝাপড়া বেশ ভালো। দলের কঠিন সময়ে হাল ধরে দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন বাবর-রিজওয়ান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

সেখানে দেখা যায়, রিজওয়ানকে ব্যাট দিয়ে মারতে যাচ্ছেন বাবর। তবে এটি কোনো সিরিয়াস ইস্যু ছিল না। একান্তই মজার ছলে কাজটি করেছেন বাবর। সাবেক অধিনায়কের ব্যাট দেখে হাসতে হাসতে দৌড় দিয়েছিলেন রিজওয়ান।দেখা নেওয়া যাক, কি নিয়ে এমন খুনসুটিতে মেতেছেন পাকিস্তানের দুই তারকা?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাট করছিলেন বাবর। এ সময় একটি বল ডেলিভারির পর বাবর পিচ থেকে বেরিয়ে যান। উইকেটরক্ষক রিজওয়ান বলটি গ্লাভসে পুরো আবার স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন। বলটি এসে স্টাম্পে আঘাত করলে তিনি আম্পায়ারের কাছে রানআউটের আবেদন জানান।

এ সময় মজার দৃশ্যটি সামনে আসে। রিজওয়ানকে মারতে যান বাবর। হাসতে হাসতে উল্টো দিকে দৌড়ে সরে যান রিজওয়ান।এর আগে বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারায় বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠে। এরপর বাবর তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।

বাবরের পদত্যাগের শান মাসুদকে টেস্ট ও শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এখনো ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

বিশ্বকাপে বাবর ৯ ম্যাচে ৩২০ রান করেছেন। দল হারার কারণে তাকে ভক্ত ও বোর্ডের চাপের মুখে থাকতে হয়েছিল। বিশ্বকাপে ৯ ম্যাচের ৫টিতেই হেরেছিল পাকিস্তান। এমনকি বাবরদের হারতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষেও।