খেলাধুলা

এবার বিসিবি থেকে পদত্যাগ নিয়ে যা বলছেন ববি

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হয়েছিলেন তিনি।

এনএসসি থেকে বিসিবির পরিচালনায় এসেছেন, তার মধ্যে রয়েছে সাজ্জাদুল আলম ববিও। বলা হচ্ছে, এনএসসি থেকেই জালাল ও ববিকে পদত্যাগের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল।

যেই নির্দেশ মেনে জালাল ইউনুস পদত্যাগ করলেও এখনো পদত্যাগ করেননি ববি। তবে বিষয়টি তিনি এনএসসির ওপর ছেড়ে দিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিয়ে ববি বলেন, ‘এনএসসি সচিব তাকে জানিয়েছেন— সরকার চাচ্ছে তিনি বিসিবির কাউন্সিলর ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করুন।

আর এনএসসি সচিবকে আমি বলেছি— আপনারা আমাকে কাউন্সিলর মনোনীত করেছেন। কাজেই আমার ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত থেকে থাকলে আপনারাই আমাকে জানিয়ে দিন।

উল্লেখ্য, সাজ্জাদুল ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ক্রিকেট বোর্ডে ছিলেন। পরে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মাঝে সরে যেতে হলেও ২০০৭ সাল থেকে বর্তমান বোর্ডে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব রয়েছেন ববি।

আরও খবর

Sponsered content