রাজনীতি

এবার খালেদা জিয়াকে মুক্তি দিতে শেখ হাসিনাকে জাতিসংঘের চিঠি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি হিসেবে দেখছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে বিদেশে জরুরি চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তির আহ্বান জানিয়েছেন।

গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই চিঠি পাঠান ভলকার টুর্ক।চিঠিতে ভলকার টুর্ক বলেন, আমি তাকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসা করাতে পারেন।

ভলকার টুর্কের ওই চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান ভলকার টুর্ক।

এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: